এম এ শাকুর মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ
Sep 25, 2025 - 15:27
 0  8
এম এ শাকুর মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অবস্থিত এম এ শাকুর মহিলা কলেজে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইংরেজি বিভাগের প্রভাষক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয় দত্ত, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান তারা মিয়া, মনোহরপুর দাখিল মাদ্রাসার সুপার রেজাউল করিম, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সোহরাব হোসেন, এনায়েত মাস্টার এবং বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন। এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, "এ বছর থেকে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে স্কলারশিপ চালু করা হবে।" তিনি আরও জানান, ছাত্রীদের আনন্দ ও বিনোদনের ব্যবস্থা সহ তাদের যাতায়াতের সুবিধার জন্য কলেজের নিজস্ব গাড়ির ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, এম এ শাকুর মহিলা কলেজ নগরকান্দা উপজেলার একমাত্র মহিলা কলেজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow