‎জিয়া পরিবার কে রাজনীতি থেকে মাইনাস করতে ওয়ান ইলেভেন করা হয়েছিল

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Jan 5, 2026 - 16:58
 0  5
‎জিয়া পরিবার কে রাজনীতি থেকে মাইনাস করতে  ওয়ান ইলেভেন করা হয়েছিল

‎দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে  ফরিদপুর -৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ  প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বলেন, এদেশে ওয়ান ইলেভেন করা হয়েছিল জিয়া পরিবার কে রাজনীতি থেকে  মাইনাস করতে।

ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়া কে  বলা হয়েছিল আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। খালেদা জিয়া  রাজি হয় নাই, বলা হয়েছিল আপনার সন্তানদের হত্যা করা হবে, তিনি বলেছিলেন এদেশের মানুষ আমার সন্তান। আমার বিদেশে কোন বাড়ি নাই। মরতে হলে আমি এইদেশেই মরবো।

‎তিনি আরো বলেন, সম্মানের মালিক আল্লাহ। বেগম খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে, দেশ ছাড়তে বলেছে আজ তারাই দেশ ছেড়ে পালিয়েছেন। আর মজলুম আপোষহীন নেত্রী  বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মানুষ তার জানাজায় শরীক হয়েছে। উপমহাদেশে এতবড় জানাজা আর কারো ভাগ্যে জুটে নাই।

‎রবিবার (৪ ডিসেম্বর) রাত ৮ টার সময় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির উদ্যোগে  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়   আটরশি কালিখোলা মোড়ে বাহালুল মাতুব্বরের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‎দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে  উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস,  উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান,সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা,যুগ্ম আহবায়ক কেএম আবু সাঈদ, যুবদলের সাবেক আহবায়ক মুন্সী ইশারত, যুবদল নেতা মোল্যা সোহেল, ছাত্রদল নেতা তুষার মাহমুদ  সহ বিএনপি ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow