এনসিপি সদস্য সচিব আখতারের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Sep 25, 2025 - 15:30
 0  8
এনসিপি সদস্য সচিব আখতারের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে ও পতিত স্বৈরাচারের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন দলটির পিরোজপুর জেলা শাখার নেতা–কর্মীরা। বুধবার (২৪ সেপ্টেম্বর)  বিকেলে পিরোজপুর মহিলা কলেজে সড়কে আয়োজিত কর্মসূচিতে এনসিপি, যুবশক্তি ও শ্রমিক উইংয়ের নেতা-কর্মীরা অংশ নেন।

এসময় বক্তব্য দেন এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. আল আমিন খান, মাহবুবুল আমিন নাঈম, গণ অধিকার পরিষদ জেলা শাখার সিনিয়র সভাপতি আতিকুল ইসলাম মান্না, শ্রমিক পরিষদের সভাপতি মো. ইমাম হোসেন, এনসিপি’র যুবশক্তি জেলা সদস্য মারিয়া আফরিন, ফারজানা সিমু, সাহানাওজ অভি প্রমুখ।

বক্তারা বলেন, এটি কোনো আকস্মিক হামলা নয়, পরিকল্পিত হামলা। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এখনো বিভিন্ন স্থানে আওয়ামী লীগ থেকে গেছে। তারা এসব করছে। সরকার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল পাঁচটার দিকে কিছু আওয়াজ সমর্থক তার দিকে ডিম ছুড়ে মারেন।এসময় আখতার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা এ সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow