খেলাফত মজলিস ফরিদপুর মহানগরের নতুন নেতৃত্বের শপথ গ্রহণ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 23, 2025 - 17:33
 0  4
খেলাফত মজলিস ফরিদপুর মহানগরের নতুন নেতৃত্বের শপথ গ্রহণ

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর শাখার মাসিক বৈঠক ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন নেতারা ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মহানগর শাখার সভাপতি মাওলানা নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোঃ হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন।

নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মাওলানা আমজাদ হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "এই দায়িত্ব একটি পবিত্র আমানত। আপনাদের প্রত্যেককে সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, "খেলাফত মজলিস একটি আদর্শিক সংগঠন। জনগণের অধিকার আদায় এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।"

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা আমজাদ হোসাইন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেন, যুব মজলিস সভাপতি মাওলানা মাহবুবুর রহমান এবং শ্রমিক মজলিস সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান।

এছাড়াও মহানগর কমিটির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow