আলফাডাঙ্গায় নাবিক ঐক্য যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিচিতি ও আলোচনা সভা

দেশের অর্থনীতির চালিকাশক্তি নাবিকদের অধিকার আদায় ও ঐক্যবদ্ধ হওয়ার দৃপ্ত শপথে মুখরিত হয়ে উঠলো ফরিদপুরের আলফাডাঙ্গা। শনিবার (২৩ আগস্ট) দিনভর পরিবহন বাসস্ট্যান্ডে ‘নাবিক ঐক্য যুব সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এক অভূতপূর্ব মিলনমেলায় সমবেত হন শত শত নাবিক। পরিচিতি সভা, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে তারা দেশের উন্নয়নে নিজেদের অবদান তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সংহতি দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মেরিন মাস্টার মো. বেলায়েত হোসেন এবং দক্ষতার সঙ্গে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাস্টার আরিফুর রহমান। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাবিকদের উৎসাহিত করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. ফায়েমুল ইসলাম মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ অফিসার ইকরাম হোসেন এবং বাংলাদেশ লাইটারের সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল হোসেন মাস্টার। এছাড়াও নাবিকদের এই মিলনমেলায় সম্মানীয় অতিথি হিসেবে যোগ দেন জাতীয় দৈনিক ‘সমাবেশ’ ও এম.কে. টিভির মান্নু মিয়া এবং নাবিক নেতা শাহাদত হোসেন মিন্টু।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট নাবিক ও মাস্টারদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদ মাস্টার, টুলু মাস্টার, হিটলার রহমান মাস্টার, মো. আইয়ুব আলী মাস্টার, মো. ইমরান মাস্টার, মো. সেলিম মাস্টার, শিমুল মাস্টার, মো. নাজমূল মাস্টার, বাবু সরদার মাস্টার, সিহাব মাস্টার, মো. লিয়াকত মাস্টার, মাসুদ মাস্টার, মুনসুর মাস্টার এবং ইবাদত মাস্টার।
বক্তব্যে বক্তারা দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে নাবিকদের নিরলস পরিশ্রম ও ত্যাগের কথা তুলে ধরেন। তাঁরা নাবিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন নাবিকদের মধ্যে একাত্মতা ও সংহতি আরও দৃঢ় করতে সাহায্য করবে।
What's Your Reaction?






