রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: দুমড়ে-মুচড়ে গেল দুই বাহন

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Aug 23, 2025 - 19:53
 0  2
রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: দুমড়ে-মুচড়ে গেল দুই বাহন

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক, হেলপারসহ অন্তত ২২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের আর্তনাদ ও চিৎকারে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।

দুর্ঘটনাটি ঘটে শনিবার বেলা ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ব-১১-০০৭০) রাজবাড়ীর দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এগ্রো লিমিটেডের একটি ট্রাকের (ট-২২-৪৬০৮) সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দ এত তীব্র ছিল যে আশেপাশের গ্রামের মানুষজন ছুটে আসেন। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও রাজবাড়ী ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল ও নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের মধ্যে বাস ও ট্রাকের চালক, হেলপারসহ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, "খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।"

এই দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow