শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন পারমিস সুলতানা

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Jan 14, 2026 - 20:39
 0  5
শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন পারমিস সুলতানা

‎জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উপজেলা মোধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পারমিস সুলতানা। জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও জেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব শামসুন্নাহার চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

‎পারমিস সুলতানা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় কর্মরত ছিলেন। ২০২২ সালের ৩ অক্টোবর তিনি এই কর্মস্থলে যোগদান করেন। বালিয়াকান্দি ও মধুখালী উপজেলার আগে রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এছাড়া তিনি ২০২৪ সালে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। আগামি ১৫ জানুয়ারি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা তিনি অংশ নেবেন।

‎পারমিস সুলতান বলেন, ‘শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হওয়া আমার জন্য খুবই আনন্দ ও গর্বের। এই অর্জন আমার কাজের গতি আরও বাড়িয়ে দেয়। এটি আমার কাজের পুরষ্কার। আমি এই অর্জনকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চাই।’

‎রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী বলেন, জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর প্রতিযোগীতা শেষ হয়েছে। বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow