ফ্যাসিবাদী দোসরদের’ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jan 15, 2026 - 00:56
 0  4
ফ্যাসিবাদী দোসরদের’ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

ফরিদপুরে ‘ফ্যাসিবাদের দোসর’ ও আওয়ামী সন্ত্রাসীদের রাজনৈতিক দলে পুনর্বাসন এবং জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণের পায়তারার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (আজ) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড় হয়ে ইমামুদ্দিন স্কয়ারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহবায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব আনিসুর রহমান সজল।

সমাবেশে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের আলোচিত দুই ব্যবসায়ী আরিফুর রহমান দোলন এবং আবুল বাশার খানের অংশগ্রহণের চেষ্টার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, “গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা সাধারণ মানুষের ওপর যে হামলা-মামলা ও নির্যাতন চালিয়েছে, তা ভুলে গিয়ে আজ তাদেরকে বিভিন্ন দলে পুনর্বাসন করার চেষ্টা চলছে। এটি জুলাই গণঅভ্যুত্থানের ১৪০০ শহীদের রক্তের সাথে বেইমানি ছাড়া আর কিছুই নয়।”

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আওয়ামী লীগের সুবিধাবাধী ব্যবসায়ী আরিফুর রহমান দোলন ও আবুল বাশার খানকে কোনোভাবেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এদেরকে সামাজিকভাবে বয়কট ও রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। দেশে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না।” এ সময় বক্তারা প্রশাসনকে এসব ‘চিহ্নিত দোসরদের’ নির্বাচনে অযোগ্য ঘোষণা ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এছাড়া সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ আদনান হাদীর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

---

**অপশন ২: সংক্ষিপ্ত ও সরাসরি (পত্রিকার জন্য উপযোগী)**

**শিরোনাম: ফরিদপুরে মশাল মিছিল: ‘ফ্যাসিবাদী দোসরদের’ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি**

**নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:**
ফরিদপুরে জাতীয় সংসদ নির্বাচনে ‘ফ্যাসিবাদের চিহ্নিত দোসর’ হিসেবে পরিচিত আরিফুর রহমান দোলন এবং আবুল বাশার খানের অংশগ্রহণের চেষ্টার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মশাল মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ইমামুদ্দিন স্কয়ারে গিয়ে শেষ হয়। সংগঠনের জেলা শাখার আহবায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান সজলের সঞ্চালনায় সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে অত্যাচার চালিয়েছে, তা এখনো মানুষের মনে দগদগে। অথচ এখন সেই আওয়ামী সন্ত্রাসী ও সুবিধাভোগী ব্যবসায়ীদের অন্য রাজনৈতিক দলে পুনর্বাসন করার চক্রান্ত চলছে। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, জুলাই বিপ্লবের শহীদের রক্তের সাথে বেইমানি করে কোনো আওয়ামী দোসরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।

সমাবেশ থেকে প্রশাসনকে আরিফুর রহমান দোলন ও আবুল বাশার খানের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একইসাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ আদনান হাদীর খুনিদের দ্রুত বিচারের দাবি জানান ছাত্রনেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow