ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যান–পিকআপ মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। দুর্ঘটনা ফরিদপুর-বরিশাল মহাসড়কের বিশ্বরোড গোলচত্বর সংলগ্ন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্রের সামনে ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী জননী এন্টারপ্রাইজের কাভার্ড ভ্যানের সাথে ফরিদপুর থেকে ভাঙ্গাগামী কমলা বোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপে থাকা ফল ব্যবসায়ী নিহত হন। নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার জীবননগরের ধোপাখালি গ্রামের ছাত্তার মেম্বারের ছেলে।
দুর্ঘটনায় পিকআপের চালক আশিকুল ইসলাম (২৯) গুরুতর আহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ মামুন জানান, কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে একজন ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
What's Your Reaction?
সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ