ভাঙ্গায় বাস উল্টে আহত ১০, বাঁচলেন পানিতে পড়া থেকে

ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা ইন্টারচেঞ্জ সংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্রের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সকালে পূর্বাসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটি একটি হাইভোল্টেজ বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে সেখানে আটকে যায়। ফলে অল্পের জন্য বাসটি খাদের পানিতে পড়ে যাওয়া থেকে রক্ষা পায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আহতদের মধ্যে লিয়ন আহমেদ (২৪), সোহাগ (৩৫), আল মামুন (১৯) ও মিঠুন (২৫)-এর অবস্থা গুরুতর। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাসা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। ভাঙ্গা ইন্টারচেঞ্জ পার হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে উল্টে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।’
ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি রোকিবুজ্জামান।
What's Your Reaction?






