নিজ হাতে ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে নিজ উদ্যোগে তাঁর নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করে ধ্বংস করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট এলাকায় এ কার্যক্রম সম্পন্ন করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী প্রচারণার সব উপকরণ অপসারণের অংশ হিসেবে তিনি নিজ হাতে সেগুলো সরিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি সম্মান জানিয়ে তাদের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি পরিবেশ দূষণ রোধ এবং জনগণের সামনে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করাই তাঁর উদ্দেশ্য।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই নির্বাচন কমিশনের বিধিবিধান মানার ক্ষেত্রে প্রার্থীর এ পদক্ষেপকে সচেতনতা ও দায়িত্বশীলতার উদাহরণ হিসেবে দেখছেন।
What's Your Reaction?
আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ