শ্রীনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রবাসী দম্পতির ওপর হামলা
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে চলমান মামলা–মোকদ্দমার জেরে মালয়েশিয়া প্রবাসী রিয়াজ উদ্দিন ও তার স্ত্রী নাসরিন নাহার প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে কুকুটিয়া ইউনিয়নের ঝুলদি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রবাসী রিয়াজের দায়ের করা অভিযোগে জানা যায়, বসতবাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে চাচাতো ভাই, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান মিন্টুর বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে মিন্টু তার স্ত্রী, বোন রুমা বেগম, সাথী আক্তার, মামা শহিদুল মোল্লা, অহিদুল মোল্লাসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রিয়াজের বাড়ির গাছপালা কাটতে থাকে। এ সময় রিয়াজ ও তার স্ত্রী বাধা দিলে তাদের এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান মিন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে মন্তব্য না করে সরাসরি কথা বলতে চান বলে জানান।
শ্রীনগর থানার এসআই গণেশ বিশ্বাস বলেন, অভিযোগটি লিখিতভাবে পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ