ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘সাংবাদিক’ স্টিকার লাগানো প্রাইভেট কারে ছিনতাই

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
May 22, 2025 - 22:15
 0  4
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘সাংবাদিক’ স্টিকার লাগানো প্রাইভেট কারে ছিনতাই

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে 'সাংবাদিক' লেখা স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে যাত্রী পারাপারের নামে যাত্রী তুলে ছিনতাইয়ের শিকার হয়েছেন শানু (৫০) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শানু পটুয়াখালী সদর উপজেলার মৃত আঃ ছালামের ছেলে। বর্তমানে তিনি শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী শানুর ভাষ্যমতে, তিনি নড়াইল যাওয়ার উদ্দেশ্যে পোস্তগোলা ব্রিজ এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ‘সাংবাদিক’ স্টিকার লাগানো একটি প্রাইভেটকার এসে মাওয়া যাবার কথা বলে তাকে গাড়িতে তোলে। গাড়িটি ধলেশ্বরী টোলপ্লাজা পার হওয়ার পরই চালকসহ গাড়িতে থাকা অন্যান্যরা শানুর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তার কাছে থাকা নগদ ২১ হাজার টাকা, মোবাইল ফোন, এবং একাধিক ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা বিকাশ, নগদ এবং কার্ডের পিন নম্বর জানতে চাইলেও শানু তা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে পদ্মাসেতু উত্তর থানার অদূরে একটি তেলের পাম্পের কাছে সার্ভিস লেনে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। শানুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে পদ্মাসেতু উত্তর থানার এসআই ইমানুর বলেন, “স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকার ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশের দাবি, এক্সপ্রেসওয়েতে এমন ঘটনা প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow