বোয়ালমারীতে BRDB সমবায় সমিতির নির্বাচন : টানা তৃতীয়বারের মতো সভাপতি নবীর হোসেন

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
May 22, 2025 - 22:20
 0  7
বোয়ালমারীতে BRDB সমবায় সমিতির নির্বাচন : টানা তৃতীয়বারের মতো সভাপতি নবীর হোসেন

ফরিদপুরের বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে BRDB অ্যাসোসিয়েশন সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২৩ জন। তাদের মধ্যে ১১৮ জন ভোট প্রদান করেন এবং ৫ জন ভোটার অনুপস্থিত ছিলেন। নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বানিয়াড়ি কৃষক সমবায় সমিতির সদস্য নবীর হোসেন চুন্নু মিয়া ৮৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আলমগীর কবির (মোটরসাইকেল প্রতীক), যিনি পেয়েছেন ৩২ ভোট।

সহ-সভাপতি পদে মো. মোশাররফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. আবুল হোসেন, আহাদুজ্জামান, মো. ছলেমান শেখ, শফিকুল ইসলাম, তাকবির হোসেন এবং গ্রাম ডাক্তার ছলেমান মোল্যা।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মো. আফজাল হোসেন।

নির্বাচনে বিজয়ী হয়ে নবনির্বাচিত সভাপতি নবীর হোসেন চুন্নু বলেন, “বিনা বাধায় ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকলের ভালোবাসা ও আস্থার প্রতিদান হিসেবে আমি সমবায় সমিতির উন্নয়নে কাজ করে যাব।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow