রাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধন
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নওগাঁর রাণীনগরে বাংলাদেশ স্কাউটস উপজেলার উদ্যোগে পঞ্চমবারের মতো শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী উপজেলা কাব-ক্যাম্পুরি। রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরির উদ্বোধন করেন। উপজেলা স্কাউটসের কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক আবু সাঈদ প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, সাংবাদিক হারুনুর রশিদ এবং রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা প্রমুখ।
আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই কাব-ক্যাম্পুরিতে উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ক্যাম্পুরির বিভিন্ন কার্যক্রম।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ