আশুলিয়ায় র্যাব পরিচয়ে ৩০ টি গরু বোঝাই ট্রাক ছিনতাই হয়েছে
শনিবার মধ্যরাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
পুলিশ পরে রোববার সকাল ৮টায় ময়মসিংহ বাইপাস এলাকা থেকে ৩০ টি গরু বোঝাই ট্রাকটি উদ্ধার করে ৫ টি মরা গরু সহ তবে ছিনতাইয়ে জড়িতদের আটক করতে পারেনি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বগুড়া থেকে ছোট-বড় ৩০টি গরু নিয়ে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। পথে আশুলিয়া ডিইপিজেডের সামনে তিনটি মাইক্রোবাস গরুবোঝাই ট্রাকটি আটকায়। মাইক্রোবাসের আরোহীরা নিজেদেরকে র্যাবের সদস্য পরিচয় দিয়ে ট্রাকের চালক, হেল্পার ও তিন গরুব্যবসায়ীকে নামিয়ে দিয়ে ট্রাকটি নিয়ে চম্পট দেয়।
পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সকালে ময়মনসিংহ বাইপাস এলাকা থেকে গরু বোঝাই ট্রাকটি উদ্ধার করে। তবে ৫টি গরু মারা যায়। ছিনতাইকারিদের আটক করা যায়নি।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদেরকে ধরতে অভিযান চলছে।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ