ঢাকা-আরিচা মহাসড়কে নীলাচল পরিবহনের বেপরোয়া বাসের চাপায় ভ্যানচালক নিহত

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Sep 28, 2025 - 16:42
 0  5
ঢাকা-আরিচা মহাসড়কে নীলাচল পরিবহনের বেপরোয়া বাসের চাপায় ভ্যানচালক নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের পুকুরিয়া এলাকায় নীলাচল পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি ফেরিওয়ালার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।

ঘটনাস্থলে উপস্থিত জনতার বর্ণনানুযায়ী, নীলাচল পরিবহনের বাসটি প্রায় ১০০ কিলোমিটার বেগে চলছিল। নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি ভ্যানটিকে ধাক্কা দিয়ে প্রায় অর্ধশত মিটার পথ ছেঁচড়ে নিয়ে যায় এবং সবশেষে খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যানচালকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বেপরোয়া গতিতে বাস চালানোর জন্য নীলাচল পরিবহনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow