ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী, ধর্মীয় অনুভূতিতে আঘাতের নীতিতে নয় - অধ্যক্ষ ফরিদ

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 28, 2025 - 15:26
 0  5
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী, ধর্মীয় অনুভূতিতে আঘাতের নীতিতে নয় - অধ্যক্ষ ফরিদ

পিরোজপুর জেলা  জামায়াতে ইসলামী আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেছেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নীতিতে বিশ্বাসী, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার নীতিতে নয়। কোন অসাম্প্রদায়িকতা,দাঙ্গা- হাঙ্গামা বা পক্ষপাতিত্ব মূলক  দৃষ্টিভঙ্গি নীতিতে ইসলাম বিশ্বাস বা সমর্থন করে না। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের কুরআন ও সুন্নাহর নীতি ও আদর্শ মেনে চলে এবং সেই আলোকে কাজ করে যাচ্ছে। পৃথিবীতে যত ধর্ম আছে এবং তাদের অনুসারীরা ধর্মীয় রীতিনীতি মেনে চলবে এতে মুসলমানরা হস্তক্ষেপ করবে না, করলে তা হবে কুরআন ও সুন্নাহ পরিপন্থী কাজ।"

শনিবার (২৭সেপ্টেম্বর) সন্ধ্যা  ৭.৩০ টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের  শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, "বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তাদের দেসররা সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, নির্যাতন,রাতের আঁধারে পূজা মন্ডপে গিয়ে প্রতিমা ভাঙচুরসহ বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে  জামায়াতে ইসলামীর উপর অন্যায়ভাবে দোষ চাপিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের প্রভু রাষ্ট্র ভারতকে বুঝিয়েছে এদেশে সংখ্যালঘুর উপর নির্যাতন চলছে,আওয়ামী লীগই তাদের একমাত্র ভরসা। কিন্তু আমরা সবসময়ই সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা কখনো কোন ধর্মের ক্ষতি করিনি। সব সময় তাদের নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন,আপনারা আওয়ামী লীগ সরকার আমলে যেরকম সুযোগ সুবিধা ভোগ করেছেন তার চেয়ে বর্তমানে ও ভবিষ্যতে আপনাদের ধর্মীয় স্বাধীনতা সহ সকল ধরনের সুযোগ সুবিধা,সার্বিক নিরাপত্তা, আরো বেশি বলবৎ থাকবে।  কোথাও কোন অপ্রীতিকর ঘটনা,দাঙ্গা-হাঙ্গামা,মন্দির ভাঙচুর,প্রতিমা ভাঙচুর সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মত ঘটনা ঘটতে দেওয়া হবে না। এ ব্যাপারে আমরা চোখ,কান খোলা রাখবো,আপনাদেরকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবো।

মতবিনিময় সভা অনুষ্ঠানে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা জহিরুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব,পৌর আমির মাওলানা ইছাহাক আলী খান,সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ,পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দিলীপ মিস্ত্রি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার,জেলা হিন্দু মহাজোটের সভাপতি অরবিন্দ রায় সহ জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মিডিয়া ও সাংবাদিকবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow