বিএনপি নেতার কলাগাছ কেটে আওয়ামী লীগ নেতার জমি দখলের চেষ্টা
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপি নেতা মো. আলতাফ হোসেন হাওলাদারের দুই শতাধিক কলাগাছ কেটে ফেলেছে একই গ্রামের আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান হাওলাদার, যাতে তাঁর জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, দক্ষিণ ইন্দুরকানী গ্রামের ০৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের বাসিন্দা আলতাফ হোসেন হাওলাদার যে জমিতে কলাগাছ লাগিয়েছিলেন, সেখানে অনেক গাছে কলা এবং কলার মোচা ছিল। অভিযোগকারী আলতাফ হোসেন হাওলাদার জানান, তার বড় ভাই শাহজাহান হাওলাদার দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওই জমি নিজের দাবি করে আসছিল।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার শাহজাহান হাওলাদার ওই জমির কলাগাছ কেটে ফেলে। ওইদিন বিকালে ভুক্তভোগী আলতাফ হোসেন হাওলাদার ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযুক্ত শাহজাহান হাওলাদার জানান, উক্ত জমি তার মাতার। ওয়ারিশ সূত্রে তিনি জমির একজন উত্তরাধিকারী। তার দাবি, আলতাফ হোসেন একাই জমি দখল করছেন, তাই কিছু কলাগাছ কেটে ফেলা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় জরিমানা হলে তা দিতে প্রস্তুত।
অভিযোগকারী আলতাফ হোসেন হাওলাদার বলেন, তিনি বাবার কাছ থেকে জমি কিনেছেন এবং সেই জমিতে কলাগাছ রোপণ করেছিলেন। কিন্তু শাহজাহান হাওলাদার জোরপূর্বক জমি দখল করতে চাইছেন এবং তার দাবি অনুযায়ী দুই শতাধিক কলাগাছ কেটে ফেলেছেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, কলাগাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ