ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদককে ‘না’ বলুন - শামা ওবায়েদ
লাঠিখেলা, সাপ খেলা আর নাটকের অভিনব আয়োজনে মাদকের বিরুদ্ধে জেগে উঠলো ফরিদপুরের নগরকান্দা। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এই বর্ণাঢ্য মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়, যা শেষ হয় মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় শপথে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “মাদক সমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত মাদককে ‘না’ বলা এবং সমাজ থেকে এ অপসংস্কৃতি দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা।” তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত জনতা মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ গ্রহণ করে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন মার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল প্রমুখ।
সমাবেশে বক্তারা মাদক নির্মূলে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার উপর জোর দেন। এছাড়াও যুবসমাজের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য সাংস্কৃতিক পর্বে লাঠিখেলা, নাটক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে সবাই মাদকমুক্ত সমাজ গঠনের শপথ নেন।
What's Your Reaction?
শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ