সদরপুরে জমিদার বাড়িতে চুরি: দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুর উপজেলায় ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ির পুরনো ইমারত থেকে রড চুরির অভিযোগে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
দণ্ডপ্রাপ্তরা হলেন সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের লোকমান মাতুব্বরের ছেলে হাছান মাতুব্বর (৩০) এবং একই গ্রামের জলিল বিশ্বাসের ছেলে মন্টু বিশ্বাস (৩২)।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদরপুর উপজেলা ভূমি অফিসসংলগ্ন বাইশরশি জমিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে হাছান ও মন্টু জমিদার বাড়ির পরিত্যক্ত পুরনো ইমারতের রড খুলে চুরির চেষ্টা করছিলেন। এ সময় ভূমি অফিসের কর্মচারী ও এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে তাদের হাতেনাতে আটক করেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং পুলিশে সোপর্দ করেন।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ