'সংখ্যালঘু' শব্দটি ভারত থেকে আমদানি করা হয়েছে : নুরুল আলম বিপ্লব

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Nov 16, 2025 - 14:23
 0  4
'সংখ্যালঘু' শব্দটি ভারত থেকে আমদানি করা হয়েছে : নুরুল আলম বিপ্লব

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব বলেছেন, ১৯৯৬ সনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন 'সংখ্যালঘু' শব্দটি ভারত থেকে আমদানি করা হয়েছে। এর আগে 'সংখ্যালঘু' শব্দটা বাংলাদেশের মানুষ জানতো না। হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা ও সম্প্রীতি নষ্ট করার জন্য এই 'সংখ্যালঘু' শব্দটির আবির্ভাব হয়েছে।

শনিবার (১৫  নভেম্বর) নেছারাবাদ উপজেলার গণকপাড়া বাজারে অনুষ্ঠিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ ই আগস্টের পর তারেক রহমান বাংলাদেশের প্রতিটি নাগরিককে নিরাপত্তা দেবার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। যদি তার নির্দেশকে অমান্য করে কোন অন্যায় ও দুর্নীতি করে থাকে তার দায় দায়িত্ব তার নিজেকেই নিতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে নিয়ে সুন্দরভাবে বসবাস করে। জাতীয়তা হিসেবে আমরা সবাই বাংলাদেশী। সবাই বাংলাদেশের নাগরিক। কেহ এদেরকে আলাদা করার চেষ্টা করবেন না। কারণ রাষ্ট্রীয়ভাবে আমরা সকলে সমান অধিকার ও মর্যাদা ভোগ করে থাকি।

নুরুল আলম বিপ্লব বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিক পর্যায়ে দল থেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়েছেন। এটা একেবারে চূড়ান্ত নয়। তফসিল ঘোষণার পরে চূড়ান্ত ভাবে প্রার্থিতা নিশ্চিত হবে। যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করবে আমরা সবাই তাদের পক্ষে সবাই কাজ করব। ধানের শীষের সাথে যারা বেইমানি করবে তাদেরকে বিএনপি পরিবার ক্ষমা করবে না।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক পলাশ মন্ডলের সভাপতিত্বে এসময়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পিরোজপুর জেলা শাখার আহবায়ক অশোক সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দল নেছারাবাদ উপজেলা শাখার সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় মিত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম রুবেল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফাউন্ডের পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক অনুপ কুমার সিকদার,ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল নেছারাবাদ উপজেলা শাখার সদস্য সচিব মো. মহসিন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow