বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল: রিজভী

নিজস্ব প্রতিবেদকঃ
Nov 16, 2025 - 14:20
 0  3
বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল: রিজভী

ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎচুক্তি দেশের ও জনগণের স্বার্থে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে এক অসহায় বৃদ্ধ দম্পতির ঘরে গিয়ে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যমে ওই দম্পতির মানবেতর জীবনযাপনের খবর প্রকাশিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রিজভী সেখানে ছুটে যান।

সহায়তা প্রদানের পর সাংবাদিকদের তিনি বলেন, “আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি। কিন্তু সেই আস্থাকে দুর্বল করার দায়িত্ব কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের নয়।”

তিনি অভিযোগ করে বলেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে শেখ হাসিনার করা বিদ্যুৎচুক্তি ছিল একটি বেসরকারি কোম্পানির স্বার্থরক্ষায় নেওয়া সিদ্ধান্ত।
“বাংলাদেশের স্বার্থ নষ্ট করে কেন ওই কোম্পানির উৎপাদিত বিদ্যুতের ৩৪ শতাংশ বাধ্যতামূলকভাবে কিনতে হবে? ক্ষমতায় টিকে থাকার স্বার্থেই শেখ হাসিনা এমন চুক্তি করেছেন,” বলেন তিনি।

রিজভী আরও বলেন, বিদেশি কোম্পানির সঙ্গে উন্নয়নমূলক চুক্তি হতে পারে—কিন্তু তা কখনোই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে ওঠা উচিত নয়।
তার দাবি, শেখ হাসিনার সময়ে যে সব চুক্তি হয়েছে সেগুলো দেশের স্বার্থবিরোধী। এখন আবার চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে শোনা যাচ্ছে, কিন্তু শর্তগুলো জনসমক্ষে আনা হচ্ছে না।

তিনি বলেন, “এসব সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ড. ইউনূসের সরকারকে অবশ্যই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।”

সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, জনগণের স্বার্থের বাইরে সিদ্ধান্ত নিয়েই শেখ হাসিনা দেশকে বিপর্যস্ত অবস্থায় দাঁড় করিয়েছেন।

“মানুষ মনে করেছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিনাভোটে ক্ষমতায় থাকতে চেয়ে তিনি রাজনৈতিক নষ্টাচারের পথ তৈরি করেছেন,” মন্তব্য করেন তিনি।

সহায়তা প্রদানকালে পটুয়াখালী জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow