মুন্সীগঞ্জে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন
মুন্সীগঞ্জের শ্রীনগরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর স্ত্রী। রবিবার বেলা ১১টা শ্রীনগর প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি তার দুই কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে উপস্থিত হন।
লিখিত বক্তব্যে তিনি জানান, শ্রীনগর উপজেলার আলমপুর মৌজার আরএস ১৫৭০ খতিয়ান ও ৬৪২ দাগের প্রায় সাড়ে তের শতাংশ জমির বৈধ মালিক তারা, যা আলমপুর হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের জমিদাতা হোসেন আলীর পুত্র বদরুল আলমের দুই ছেলের কাছ থেকে ক্রয় করা। হোসেন আলীর ভাই হাসেন আলীর ওয়ারিশ হিসেবেও পক্ষগুলোর মধ্যে শরিকানা ছিল, যার ভিত্তিতে জমিটি তারা কেনেন।
তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের বর্তমান আহ্বায়ক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রিতা প্রভাব খাটিয়ে তাদের জমি দখলের চেষ্টা করছেন। বাধ্য হয়ে তারা মুন্সীগঞ্জ আদালতে মামলা নং ৫৯৪/২০২৫ দায়ের করেন এবং আদালত এ বিষয়ে নিষেধাজ্ঞাও জারি করে। কিন্তু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ওই নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে আলমপুর গ্রামের প্রবাসী নুরুজ্জামানের স্ত্রী শরীফুল নাহার বেবী আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে দখল না করতে নিষেধ করলেও বিদ্যালয় কমিটি তাদের নির্দেশনা উপেক্ষা করছে। বরং বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে মব তৈরি করার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ