শ্রীনগরে শ্বশুরবাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্বশুরবাড়ি থেকে সৌদি প্রবাসীর স্ত্রী সামিয়া আহমেদ ঐশী (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে সৌদি প্রবাসী সুমন খানের সঙ্গে ঐশীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে শ্বাশুড়ি ও জায়ের সঙ্গে বসবাস করছিলেন। ঐশী তার স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়ে বসবাস করতে চাইলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাকে সন্তান হওয়ার পর যেতে বলা হয়। এ নিয়ে স্বামীর সঙ্গে তার মাঝে কথাকাটাকাটি হয়।
শনিবার সকাল ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে যেকোনো এক সময় নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন ঐশী। দরজা বন্ধ দেখে তার জা প্রথমে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে দরজা ভেঙে ঐশীর ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
What's Your Reaction?






