ফরিদপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে নার্স দিবস আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৯ টায় হাসপাতালের অষ্টম তলায় কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ইনচার্জ ফরিদুল হুদা। তিনি বলেন, "আজ বিশ্ব নার্স দিবস। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় নার্সদের ভূমিকা অপরিসীম। নার্সরা আমাদের ভবিষ্যৎ; তাদের যত্ন অর্থনীতিকে শক্তিশালী করে।"
তিনি আরও বলেন, নার্সের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় তাদের ওপর চাপ ক্রমেই বেড়ে চলেছে। এ অবস্থায় স্বাস্থ্যসেবার মান যেমন ব্যাহত হচ্ছে, তেমনি নার্সদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। এ সমস্যা সমাধানে সরকারের প্রতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অফিসার জাহিদুল ইসলাম, আর এম ও ডা. গাজী ওলিউল ইসলাম, মার্কেটিং অফিসার ফারুক আহমেদ, ইলিয়াস মোল্লা, ওয়ার্ড মাস্টার মজিবুর রহমানসহ হাসপাতালে কর্মরত শতাধিক নার্স।
আলোচনা সভা শেষে হাসপাতালের প্রাঙ্গণে নার্সদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে নার্সদের পেশাগত জীবনের গুরুত্ব ও অবদান তুলে ধরে বিশেষ আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
What's Your Reaction?






