ফরিদপুরে যুবদল নেতা লিমন গ্রেফতার

ফরিদপুরে চাঁদার দাবিতে একটি টেম্পু স্ট্যান্ডে তাণ্ডব চালিয়ে ১৬টি মাহেন্দ্র ভাঙচুরের অভিযোগে জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে, মামলার আসামি হিসেবে মাসুদুর রহমান লিমনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লিমন ও তার সহযোগীরা শহরের একটি টেম্পু স্ট্যান্ডে প্রভাব বিস্তার করে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার বিকেলে তাদের নেতৃত্বে একদল যুবক টেম্পু স্ট্যান্ডে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় ১৬টি মাহেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় টেম্পু চালক ও মালিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?






