শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-পূজা কমিটির মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সাভারের আশুলিয়ায় পুলিশ এবং পূজা উদযাপন কমিটির এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানা কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা পূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন এবং দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও তাদের পক্ষ থেকে বিভিন্ন মণ্ডপের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ক্রাইম এন্ড অপস-এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আরাফাত রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহীনুর কবির।
এস আই মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শম্ভু সরকার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান এবং থানা জামায়াতের সভাপতি অধ্যক্ষ মো: বশির আহমেদ।
এছাড়াও, আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তরুণী হালদার, সাংগঠনিক সম্পাদক শ্রী প্রদীপ কুমার রায়, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেনসহ হিন্দু সম্প্রদায়ের অনেকেই সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর আশুলিয়া থানা এলাকায় মোট ৯৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?






