ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 9, 2025 - 15:44
 0  3
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে এই কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, ফরিদপুরের সাবেক সংসদ সদস্য কে আজাদের বাড়িতে চড়াও হওয়ার ঘটনার মামলায় জামিন লাভের পর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিল ও পথসভাটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব। বক্তারা বলেন, “আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই। ফরিদপুরকে অস্থিতিশীল করার অপচেষ্টা হলে তা আমরা রাজপথেই প্রতিহত করব।”

তারা আরও বলেন, “গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে। জেল-জুলুম ও নির্যাতন চালানো হয়েছে। এখনও ফরিদপুরে নতুন নতুন মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনাতেই দল পরিচালনা করব। ফরিদপুরে মাটি ও মানুষের নেত্রী নায়াব ইউসুফকে এমপি হিসেবে দেখতে চাই, এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

পথসভায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow