জুলাই শহিদদের স্মরণে ইবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’—এই মানবিক ও পরিবেশবান্ধব শ্লোগান সামনে রেখে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির আওতায় নিম, আম, লটকন, কদবেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। শহীদ জিয়াউর রহমান হল, কেন্দ্রীয় মসজিদ এলাকা ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফাঁকা জায়গায় এসব গাছ লাগানো হবে।
কর্মসূচি সম্পর্কে আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “২৪ জুলাই শহিদদের স্মরণে ও তারেক রহমানের নির্দেশনায় আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি নিম গাছ রোপণের মধ্য দিয়ে আমরা এই কার্যক্রমের সূচনা করেছি।”
তিনি আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে মোট ৫০০টি গাছ রোপণ ও বিতরণের লক্ষ্য রয়েছে। চব্বিশের শহিদদের চেতনা হৃদয়ে ধারণ করে তারা সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ‘মীর মুগ্ধ সরোবর’ এলাকাকে ঘিরে একটি পরিকল্পিত বাগান গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
What's Your Reaction?






