খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের বিভিন্ন জেলা কমিটি অনুমোদন
খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের অন্তর্গত বিভিন্ন জেলার কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। রবিবার (১৪ই সেপ্টেম্বর) বেলা ১২টায় যশোরের অস্থায়ী কার্যালয়ে এই কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব মতিউর রহমান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদারের স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন জেলা কমিটির অনুমোদন চূড়ান্ত করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, ঝিনাইদহ জেলা সভাপতি হামিদুজ্জামান জলিল, চুয়াডাঙ্গা জেলা সভাপতি মোঃ রেজোয়ান আলী এবং সহ-সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক সোহেল খন্দকার। এছাড়াও বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ