কালকিনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

মাদারীপুরের কালকিনি উপজেলার উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
ক্রীড়া সামগ্রীর অভাবে যাতে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ না হয়ে যায় সেজন্য সরকারের পক্ষ থেকে ক্রীড়া অধিদপ্তর কর্তৃক এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে এসব খেলাধুলার সামগ্রী তুলে দেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন।
এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শ্যামা প্রসাদ পাল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, "মূলত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণের ফলে তারা খেলাধুলায় উৎসাহিত হবে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। বিশেষ করে গ্রামীণ এলাকার স্কুলগুলোতে খেলাধুলার সরঞ্জাম কম থাকে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য সরকারের এই ধরনের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।"
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বলেন, "তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সতেজ মন এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলায় অংশ নিবে তত তাদের মন মানসিকতা আরো ভালো হবে। তাই শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
What's Your Reaction?






