বোয়ালমারীতে বাড়িতে চেতনানাশক খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আমগ্রাম এলাকায় টিউবওয়েলে চেতনানাশক মিশিয়ে এক পরিবারের সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের প্রধান অনিল দাস (৯২) বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলে। পরে রাতের কোনো এক সময় সুযোগ বুঝে ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। একপর্যায়ে অচেতন পরিবারের সুযোগে ঘরে থাকা স্বর্ণালঙ্কার— বালা, কানের দুল, চেইন ও নগদ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার সকালে অনিল দাস (৯২) ও তার ছেলে প্রদীপ দাস (৪০) অচেতন অবস্থায় উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রদীপ দাসের স্ত্রী সোমা দাস বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই অচেতন। পরে আমি তাদের হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।”
ঘটনার খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা ইশরাত জাহান বলেন, “রোগীদের অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তারা আশঙ্কামুক্ত।”
What's Your Reaction?
এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ