মাগুরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার চলবে না

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Aug 19, 2025 - 23:14
 0  1
মাগুরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার চলবে না

মাগুরায় লাইসেন্সবিহীন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত কোনো বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চলতে দেওয়া হবে না। জনস্বাস্থ্য রক্ষা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ বিষয়ে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই কঠোর বার্তা দেন বক্তারা। জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স হালনাগাদ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রাপ্তির অগ্রগতি পর্যালোচনা করতে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাগুরা পৌরসভার প্রশাসক মোঃ আব্দুল কাদের দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, "জনস্বাস্থ্য রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। লাইসেন্স হালনাগাদ ছাড়া একটি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারও চলতে পারবে না।"

পরিবেশগত দিকটি তুলে ধরে বিশেষ অতিথি ও পরিবেশ অধিদপ্তরের মাগুরার পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব বলেন, "সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করলে কোনো প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া হবে না। পরিবেশের ক্ষতি করে জনসেবার নামে কোনো কার্যক্রম চলতে দেওয়া যায় না।"

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির জানান, "মাগুরার স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে আমাদের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত আছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রত্যেককে আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।"

সভায় উপস্থিত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অবস্থান তুলে ধরে দ্রুততম সময়ে সকল শর্ত পূরণের আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow