আ.লীগের শীর্ষ নেতাসহ ৫৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 19, 2025 - 23:20
 0  92
আ.লীগের শীর্ষ নেতাসহ ৫৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাসহ ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরকে অনেকেই নতুন **ফ্যাসিস্ট** সরকারের রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। ‘দেশকে অস্থিতিশীল করার’ অভিযোগে দায়ের করা এই মামলায় দলের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলুকে প্রধান আসামি করা হয়েছে। ক্ষমতা হারানোর পর এমন একটি কঠোর মামলা হওয়ায় এটিকে পরিকল্পিত দমনপীড়ন বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

সোমবার রাতে শ্রীনগর থানার এসআই মাইনুল হক খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন (মামলা নং ২৫(৮)২৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের দোতলায় একটি গোপন বৈঠক চলছিল। এজাহারে উল্লেখ করা হয়, বৈঠকে "নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা" তাদের সহযোগীদের নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্র করছিল। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানকালে বাড়ৈখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা তিনটি বই জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত নজরুল ইসলাম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দলের সিনিয়র নেতাদের নির্দেশে শ্রীনগর কলেজ গেট সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে তারা সমবেত হয়েছিলেন। সেখানে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গোপন বৈঠকের পর "শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে দখলদার মুক্ত করবোই" লেখা লিফলেটসহ দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এজাহারে রাঢ়িখাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত খানের একটি ফেসবুক পোস্টের লিংকও প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মূলত ১৫ আগস্টের ওই বিতর্কিত লিফলেট এবং পরবর্তী গোপন বৈঠককে ঘিরেই এই মামলার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু ছাড়াও মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত, শেখ মোঃ আলমগীর, শফিকুল ইসলাম মামুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। এজাহারে ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

জানা গেছে, অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন দেশের বাইরে অবস্থান করছেন। এ বিষয়ে পুলিশের ভাষ্য, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে ষড়যন্ত্রে জড়িত।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, "যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হয়েছে। আসামিরা দেশে বা বিদেশে যেখানেই থাকুক না কেন, দেশের প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow