খেজুর গাছ মার্কায় ভোট প্রার্থনা করছেন সভাপতি প্রার্থী মহিউদ্দিন তালুকদার

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। আগামী ১৮ অক্টোবর, শনিবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা দিনরাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
বাজারের কাপড় পট্টি, স্বর্ণ পট্টি, বানিয়া পট্টি এবং নিমকি পট্টিসহ সর্বত্রই এখন নির্বাচনী আমেজ। রাস্তাঘাট ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার ও হ্যান্ডবিলে। অলিগলিতে মাইকের মাধ্যমে ভেসে আসছে বিভিন্ন প্রার্থীর পক্ষে ছন্দময় স্লোগান, যা ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
এবারের নির্বাচনে সভাপতি পদে খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব মহিউদ্দিন তালুকদার। রোববার সকাল থেকে তিনি বাজারের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ চালান এবং ভোটারদের কাছে তার প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, "ভোট দেওয়া মানে সার্বিক উন্নয়নে শ্রীনগর বাজারের উন্নয়নকে অংশীদার করা।"
নির্বাচিত হলে বাজারের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন মহিউদ্দিন তালুকদার। এর মধ্যে রয়েছে বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাইটগার্ড নিয়োগের মাধ্যমে নিরাপত্তা জোরদার এবং পুরো বাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা। তিনি ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমাকে খেজুর গাছ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের সার্বিক উন্নয়নে অংশীদার হবো ইনশাআল্লাহ।" তার এই আহ্বানে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,০৫৪ জন এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ ভবনে।
What's Your Reaction?






