মধুমতির কড়াল গ্রাসে দিশেহারা ২৬০ পরিবার, স্বস্তির ত্রাণ নিয়ে পাশে ইউএনও

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Aug 19, 2025 - 23:28
 0  3
মধুমতির কড়াল গ্রাসে দিশেহারা ২৬০ পরিবার, স্বস্তির ত্রাণ নিয়ে পাশে ইউএনও

মধুমতি নদীর উত্তাল ঢেউ কেড়ে নিয়েছিল তাদের ঘরের স্বস্তি, চোখেমুখে ছিল অনিশ্চয়তার ছাপ। বন্যার পানিতে ভাসতে থাকা ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর আশ্রয়ণ প্রকল্পের ২৬০টি পরিবারের সেই দুর্ভোগের চিত্র অবশেষে বদলেছে। দুর্যোগের এই কঠিন মুহূর্তে তাদের পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে তুলে দেন জরুরি ত্রাণ সামগ্রী। সরকারের এই মানবিক সহায়তায় বানভাসি মানুষগুলোর মুখে ফুটেছে স্বস্তির হাসি।

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে ২৬০টি পরিবারের মাঝে মোট ৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়, যেখানে প্রতিটি পরিবারকে কমপক্ষে ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণকালে ইউএনও রাসেল ইকবাল বলেন, “মধুমতি নদীর পানি বাড়ায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তা আমরা গভীরভাবে উপলব্ধি করছি। এই মানুষগুলো এমনিতেই অর্থনৈতিকভাবে খুব একটা স্বচ্ছল নয়। তার উপর এই বন্যা তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। সরকারের পক্ষ থেকে আমরা সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা। উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow