মাগুরায় জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা
মাগুরায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে।ঘোষিত তালিকায় জেলার দুইটি আসনেই দলীয় প্রার্থী চূড়ান্ত হয়েছে।
মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব,মো. আনোয়ার হোসেন খান।দীর্ঘদিন ধরে তিনি দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
অপরদিকে মাগুরা-২ (মহম্মদপুর,শালিখা ও মাগুরা সদরের আংশিক) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান,বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।তিনি এ অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে পরিচিত ও স্বীকৃত নাম।
সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
মনোনয়ন ঘোষণার পর থেকেই মাগুরার দুইটি আসনে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।জেলা ও উপজেলা পর্যায়ের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা জানাচ্ছেন এবং নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ