মাগুরার শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মাগুরার শালিখা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বনি আমিনের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি মিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইমদাদুল হক, আনসার ভিডিপি জেলা কমান্ডার মাহবুবুর রহমান সরকার, উপজেলা আনসার ভিডিপি ইন্সপেক্টর আলতাব হোসেন, উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. বাহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া এবং পল্লীবিদ্যুৎ আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম। এছাড়াও উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সাব কমিটির সদস্য অরূপ সাহা, পলাশ বিশ্বাস, অধীর বিশ্বাস, পরিমল সাহা, পলাশ ঘোষ, দেবু ঘোষসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। প্রতিটি পূজা মণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিকল্প হিসেবে জেনারেটর রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের সাথে পূজা উদযাপন কমিটির সদস্যদেরও সম্পৃক্ত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।
বক্তারা বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সাব কমিটির সদস্য সঞ্জয় সরকার।
What's Your Reaction?






