ফরিদপুরে ৮ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
Sep 21, 2025 - 12:26
 0  30
ফরিদপুরে ৮ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ফরিদপুরের বোয়ালমারীতে রায় সাহেব ঈশান চন্দ্র ঘোষের স্মরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়।

উদ্বোধনী ম্যাচে যশোরের কাজীপাড়া স্পোর্টিং ক্লাব এবং পাশ্ববর্তী মধুখালী উপজেলার রাজিব স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। টানটান উত্তেজনার এই খেলায় রাজিব স্পোর্টিং ক্লাব ৩-২ গোলের ব্যবধানে যশোর কাজীপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে। হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।

প্রধান অতিথির ভাষণে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, "ফ্যাসিস্ট সরকার শুধু দেশের অবকাঠামোই ধ্বংস করেনি, যুবসমাজকেও ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। পাড়া-মহল্লায় মাদকের আস্তানা গড়ে তুলেছিল তাদের নেতাকর্মীরা। যুবসমাজকে এই অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার ব্যাপক চর্চা ফিরিয়ে আনতে হবে।" তিনি আরও বলেন, "আসুন, আমরা সবাই মাদককে 'না' বলি এবং প্রতিটি পাড়ায় ফুটবল ও ক্রিকেট দল গড়ে তুলি। একটি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।"

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিমুদ্দিন মিয়া মিলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা খান মফিজুর কাদের মিল্টন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম এবং পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. আব্দুর সবুর বাচ্চু, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার, অধ্যাপক আবুল কালাম আজাদ, আলহাজ্ব সাইফুল ইসলাম ফুল মিয়া, তপন কুমার দাস, মো. রুহুল আমিন মুন্সি, মো. সুবাহান মোল্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow