টানা চতুর্থবার বিশ্বের শীর্ষ গবেষকের তালিকায় স্থান পেলেন ড. তৌফিকুল ইসলাম

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Sep 21, 2025 - 12:20
Sep 21, 2025 - 12:20
 0  10
টানা চতুর্থবার বিশ্বের শীর্ষ গবেষকের তালিকায় স্থান পেলেন ড. তৌফিকুল ইসলাম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে আবারও দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তিনি টানা চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে পরিচালিত এক জরিপের পর শনিবার (২০ সেপ্টেম্বর) এই তালিকা প্রকাশ করা হয়।

ড. তৌফিকুল ইসলামের গবেষণার প্রধান ক্ষেত্র পরিবেশ বিজ্ঞান এবং এর উপশাখা হলো আবহাওয়া ও বায়ুমণ্ডল বিজ্ঞান। এবারের তালিকায় তিনি তাঁর গবেষণা ক্ষেত্রে একটি বিশেষ স্থান অধিকার করেছেন।

এই অসামান্য অর্জন সম্পর্কে ড. তৌফিকুল ইসলাম সংবাদকর্মীদের বলেন, "তরুণদের বলব, কঠোর পরিশ্রম করো, সাফল্য আসবে। গবেষণাকে আবেগ হিসেবে নাও, সফলতা তোমাকে খুঁজে পাবে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন, জল সম্পদ ও ভূগর্ভস্থ জলের গবেষণায় আমি শীর্ষ অবস্থানে আছি।"

বিশ্ববিদ্যালয় প্রশাসন ড. তৌফিকুল ইসলামের এই ধারাবাহিক সাফল্যকে স্বীকৃতি জানিয়ে অভিনন্দন জানিয়েছে। প্রশাসন আশা প্রকাশ করেছে, তাঁর গবেষণা কার্যক্রম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের সুনাম আন্তর্জাতিক পর্যায়ে আরও বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow