বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন বেরোবির দুই শিক্ষক ও এক শিক্ষার্থী

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Sep 21, 2025 - 12:10
 0  4
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন বেরোবির দুই শিক্ষক ও এক শিক্ষার্থী

বিশ্বমঞ্চে আবারও জ্বলে উঠল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নাম। প্রতিষ্ঠানটির দুজন শিক্ষক ও একজন শিক্ষার্থী বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়ে এক অনন্য কীর্তি স্থাপন করেছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ কর্তৃক যৌথভাবে পরিচালিত এক জরিপে এই সম্মানজনক তালিকাটি শনিবার (২০ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।

এই অসামান্য অর্জনে বেরোবির মুখ উজ্জ্বল করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং একই বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ।

টানা চতুর্থবারের মতো এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য এক বিরল সম্মান বয়ে এনেছেন। পরিবেশ বিজ্ঞানের অধীনে আবহাওয়া ও বায়ুমণ্ডল বিজ্ঞান শাখায় তাঁর গবেষণা আন্তর্জাতিক অঙ্গনে উচ্চ প্রশংসিত হয়েছে এবং উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

এই অর্জন সম্পর্কে ড. তৌফিকুল ইসলাম বলেন, "তরুণদের বলব, কঠোর পরিশ্রম করো, সাফল্য আসবে। গবেষণাকে আবেগ হিসেবে নাও, সফলতা তোমাকে খুঁজে পাবে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন, জল সম্পদ ও ভূগর্ভস্থ জলের গবেষণায় আমি শীর্ষ অবস্থানে আছি।"

তালিকায় স্থান পাওয়া আরেক কীর্তিমান শিক্ষক হলেন সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান ক্ষেত্রে, বিশেষ করে প্রয়োগিক পদার্থবিদ্যা শাখায় তাঁর গবেষণার জন্য এই সম্মান অর্জন করেছেন। তাঁর গবেষণার গভীরতা ও প্রভাব আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ড. ফেরদৌস পরপর দুই বছর, ২০২৪ এবং ২০২৫ সালে, এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত হলেন। গবেষণার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বও সফলতার সাথে পালন করছেন।

নবাগত হয়েও এই তালিকায় জায়গা করে নিয়ে সাড়া ফেলেছেন ইইই বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ। পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান ক্ষেত্রে প্রয়োগিক পদার্থবিদ্যা শাখায় তাঁর গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

বেরোবি থেকে প্রায় ৫০–৬০ জন শিক্ষক-গবেষক বিভিন্ন আন্তর্জাতিক তালিকায় যুক্ত রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের এই অর্জনকে অত্যন্ত গর্বের সঙ্গে স্বীকৃতি দিয়েছে এবং আশা করছে, তাঁদের গবেষণা কার্যক্রম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের আন্তর্জাতিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow