রাজশাহীর গোদাগাড়ীতে তেল কম দেওয়ায় তিন পেট্রোল পাম্পকে জরিমানা

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Sep 21, 2025 - 12:03
 0  6
রাজশাহীর গোদাগাড়ীতে তেল কম দেওয়ায় তিন পেট্রোল পাম্পকে জরিমানা

রাজশাহীর গোদাগাড়ীতে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে তিনটি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) শাকিব হাসান ও নাঈম হোসেন। তাদের সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ। গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তা নিশ্চিত করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮' লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো শ্রীমন্তপুরের মেসার্স আবুল কাশেম অ্যান্ড ব্রাদার্স (মালিক আবুল কাশেম), যাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, রামনগরের মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশনের মালিক আতাউর রহমানকে ১০ হাজার টাকা এবং জৈটাবটতলার মেসার্স এস.আর ফিলিং স্টেশনের মালিক রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, "ভোক্তাদের অধিকার রক্ষায় বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি ব্যবসায়ীকে সঠিক ও ন্যায্য ওজন নিশ্চিত করতে হবে।"

তিনি আরও জানান, কোনো অসাধু ব্যবসায়ী যেন ভোক্তাদের সঙ্গে প্রতারণা করতে না পারে, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, বিএসটিআই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে নিয়মিত বাজার পর্যবেক্ষণের কার্যক্রম চালিয়ে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow