আলফাডাঙ্গায় ভ্যান চুরি, ৮ ঘণ্টার মধ্যে চোর আটক

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি ব্যাটারিচালিত ভ্যান চুরির আট ঘণ্টার মধ্যেই জনতার সহায়তায় চোরকে আটক করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফলিয়া গ্রাম থেকে ভ্যানটি চুরি হয়। পরে শনিবার সকালে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার ওয়াপদার মোড় থেকে ভ্যানসহ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের লাভলু শেখের ছেলে দুলালের ঘরের তালা ভেঙে তার ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে যায়। শনিবার সকালে ভ্যানের মালিক দুলালের পরিবারের সদস্যরা জানতে পারেন, চুরি হওয়া ভ্যানটি নিয়ে এক ব্যক্তি বোয়ালমারী উপজেলার ওয়াপদার মোড়ে সেটির বডি পরিবর্তন করার চেষ্টা করছে। খবর পেয়ে তারা দ্রুত সেখানে পৌঁছান।
ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, শেখপুর চরের (সাবেক ফলিয়া গ্রাম) মৃত পান্নু শিকদারের ছেলে আব্দুল্লাহ (৩৫) ভ্যানটির বডি বদলানোর চেষ্টা করছে। এ সময় দুলালের পরিবার ও স্থানীয় জনতা মিলে আব্দুল্লাহকে হাতেনাতে ধরে ফেলে।
আটক আব্দুল্লাহকে ভ্যানসহ ফলিয়া গ্রামে দুলালের বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ভ্যানটি জব্দ করে এবং প্রাথমিক তদন্ত শেষে আব্দুল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এই চুরির ঘটনার সঙ্গে আব্দুল্লাহর ভগ্নিপতি ভ্যান চালক মহব্বত শেখ জড়িত থাকতে পারেন, যিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা। আব্দুল্লাহ আটক হওয়ার সময় মহব্বত শেখ সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
এ ঘটনায় ভ্যান মালিকের মামা আমিনুর রহমান বাদী হয়ে আব্দুল্লাহর বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম বলেন, "ফলিয়া গ্রাম থেকে ভ্যান চুরির ঘটনায় একজনকে ভ্যানসহ আটক করে থানায় আনা হয়েছে। জব্দকৃত ভ্যানটি আমাদের হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
What's Your Reaction?






