লামায় জব্দকৃত বালু নিলাম ঘিরে আপত্তি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধি, বান্দরবানঃ
May 6, 2025 - 15:57
 0  8
লামায় জব্দকৃত বালু নিলাম ঘিরে আপত্তি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বান্দরবানের লামা উপজেলায় জব্দকৃত বালু নিলামের আগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আবেদন করেছেন স্থানীয় দুই নাগরিক।

জানা গেছে, লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বি ও সরই ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মজুদকৃত সাতটি বালুর স্তুপ মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করে উপজেলা প্রশাসন। পরবর্তীতে এসব বালু নিলামের মাধ্যমে বিক্রির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় এবং আগামী বুধবার (৭ মে) নিলামের তারিখ ধার্য করা হয়।

তবে নিলামের একদিন আগে মঙ্গলবার (৬ মে) জেলা প্রশাসক বরাবর এক আবেদনপত্র জমা দেন স্থানীয় দুই নাগরিক। তারা অভিযোগ করেন, জব্দ করা বালুর প্রকৃত পরিমাণ যা উল্লেখ করা হয়েছে—তা বাস্তবের তুলনায় অনেক কম। আবেদনপত্রে উল্লেখ করা হয়, “গত ২৪ ও ২৬ এপ্রিল তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট অভিযানে সরই ইউনিয়নে ২৪০,০০০ ঘনফুট এবং পূর্ব চাম্বি এলাকায় ৩৭০,০০০ ঘনফুট বালু জব্দ দেখানো হয়েছে। অথচ বাস্তবে উক্ত স্পটগুলোতে বালুর পরিমাণ এই সংখ্যার দশগুণেরও বেশি।”

এতে আরও বলা হয়, “রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের আন্দোলনে শাহাদাৎ বরণকারী ছাত্র-জনতার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামোর মাধ্যমে যদি জনগণের সম্পদ লুটপাট হয়, তবে তা অত্যন্ত অনভিপ্রেত।” তারা নিলাম বাতিল করে স্বচ্ছতা যাচাই সাপেক্ষে পুনঃপরিমাপ করে নিলাম কার্যক্রম পরিচালনার দাবি জানান।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার বলেন, “নিলাম বাতিলের এখতিয়ার আমার নেই। জেলা প্রশাসক মহোদয় যে নির্দেশনা দিবেন, আমরা তা অনুযায়ী কাজ করব।”

আবেদনকারী পূর্বচাম্বির সমন্বয় মনছুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনে সংযোগ না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow