খোকসায় বিশেষ অভিযানে চুরিসহ ওয়ারেন্ট ভুক্ত ৮ আসামি গ্রেফতার

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
Aug 8, 2025 - 21:17
 0  4
খোকসায় বিশেষ অভিযানে চুরিসহ ওয়ারেন্ট ভুক্ত  ৮ আসামি গ্রেফতার

অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়ার খোকসায় রাতের আঁধারে এক সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এই বিশেষ অভিযানে চুরির মামলার আসামি থেকে শুরু করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যা এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাতে খোকসা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত পৌনে একটার দিকে খোকসা থানাধীন মোড়াগাছা এলাকায় অভিযান চালিয়ে একটি চুরির মামলার সূত্র ধরে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মোঃ নাজমুল হোসেন (২২) এবং চক ধুবইল গ্রামের মোঃ বাবুল আলী (৪৫)।

একই রাতে পরিচালিত অভিযানের ভিন্ন ভিন্ন অংশে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ছয়জন পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তারা হলেন খোকসা উপজেলার শোমসপুর গ্রামের মোঃ ফয়সাল হোসেন (১৮), মোঃ আবির হোসেন দৃশ্য, মোঃ আমান মুন্সি আমান (১৩), জানিপুর গ্রামের মোঃ মনোয়ার হোসেন, সাতপাখিয়া গ্রামের মোঃ সাইদুর শেখ এবং মাসুলিয়া গ্রামের মোঃ আশাদুল।

এই সফল অভিযান প্রসঙ্গে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আমাদের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow