খোকসায় গড়াই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে প্রতিমা দেবী দুর্গাকে বিসর্জন দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয় দশমীর বিকেল ৩টায় উৎসব মুখর পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানাতে গড়াই নদীতে আনা হয়। পৃথক পৃথক নৌকায় দেবী মূর্তি নদীর দুই তীরের দিকে অপেক্ষা করা হাজার হাজার পূণ্যার্থী ও দর্শনার্থীদের সামনে প্রদর্শিত হয়। নদীর পাঁচটি পূজা মন্ডপ থেকে ১০টি ঘাট ঘুরিয়ে সন্ধ্যা ৭টায় দেবী দুর্গার মূর্তি বিসর্জন দেওয়া হয়।
প্রতিমা বিসর্জনের সময় নদীর দু’পাশ জয়ধ্বনি, ঢাক-ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে। উৎসবে অংশগ্রহণ করতে নদীর দুই তীরে হাজার হাজার ভক্ত সমাগম করেন।
বিসর্জনের আগে পর্যন্ত খোকসা এলাকায় সেনাবাহিনীর টহল অব্যাহত থাকে। খোকসা থানা অফিসার্স ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, এবারের শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের আশঙ্কা দেখা দেয়নি।
নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব।
What's Your Reaction?






