আলফাডাঙ্গায় বিজয়া বিসর্জনে সম্প্রীতির উৎসব মেলা ও ভ্রাতৃত্বের আবহে সার্থক সমাপ্তি

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Oct 2, 2025 - 22:53
Oct 2, 2025 - 22:55
 0  17
আলফাডাঙ্গায় বিজয়া বিসর্জনে সম্প্রীতির উৎসব  মেলা ও ভ্রাতৃত্বের আবহে সার্থক সমাপ্তি

ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গোৎসবের বিজয়া বিসর্জন অনুষ্ঠান শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছিল মানুষের উপচে পড়া ভিড়, আর সেই ভিড়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এক বিশাল মেলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রাহানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব নূর জামান খোসরু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন।

এ সময় ইউএনও রাসেল ইকবাল বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আলফাডাঙ্গায় সর্বজনীন এই দুর্গোৎসব উদযাপন সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে।”

অন্যদিকে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন, “সকলের সহযোগিতায় এ বছরও দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। আমরা চাই, আগামী দিনগুলোতেও এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকুক।”

মেলায় ছিল নানান রকম খাবারের স্টল, খেলনা, পোশাক, স্থানীয় হস্তশিল্প ও বিনোদনের অসংখ্য আয়োজন। দূর-দূরান্ত থেকে আগত মানুষের ভিড়ে জমে ওঠে এক প্রাণবন্ত উৎসব। শিশু, কিশোর, যুবক, প্রবীণ—সবার অংশগ্রহণে মেলা হয়ে ওঠে এক আনন্দলোক।

সবশেষে আলফাডাঙ্গা বারাশিয়া নদীর ঘাটে পূজা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব।

সর্বোপরি, পূজা ও বিসর্জনকে কেন্দ্র করে আলফাডাঙ্গা উপজেলাজুড়ে সৃষ্টি হয়েছিল আনন্দ, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য আবহ, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় রূপ নেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow