ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম, আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, প্রশিক্ষণ সম্পাদক অ্যাডভোকেট প্রীতি কণা রাহা, সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার, ইমদাদ মিয়া, এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সিগমা হালিম ছন্দা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সম্মিলিত বসবাসের দেশ। দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। তারা সারাদেশে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য সরকার এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সেটিই সকলের প্রত্যাশা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী রিসালাতুন নাহার, শিউলি সেন, বিলকিস বানু, মনোয়ারা মোরশেদা, চৌধুরী ফরিদা বেগম, হাসিনা মোশাররফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?






