নগরকান্দায় জমি বিরোধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
May 4, 2025 - 15:05
 0  2
নগরকান্দায় জমি বিরোধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জগদিয়া বালিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সরোয়ার জান মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী শহিদুল আলম ওরফে শহিদুর রহমান (৫৭), পিতা-মৃত দলিল উদ্দিন, একই গ্রামের বাসিন্দা, জানান—উল্লেখিত জমি তার পৈতৃক সম্পত্তির অংশ এবং এর ৫ শতাংশ জমি তিনি নিজের বলে দাবি করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি ৬ এপ্রিল ২০২৫ তারিখে সরোয়ার জান মিয়াদের বিরুদ্ধে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা দায়ের করেন (পিটিশন নং ১৪৪/২৫, স্মারক নং ৪৬৮)।

আদালত উক্ত জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন। এ নির্দেশনার পর ৬ এপ্রিল উভয় পক্ষকে যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকতে লিখিতভাবে জানানো হয়।

তবে অভিযোগ রয়েছে, নির্দেশনা অমান্য করে বিবাদীপক্ষ সরোয়ার জান মিয়া ওই জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তীতে পুলিশি সহায়তায় ৪ মে নির্মাণ কাজ বন্ধ করা হয়।

এ বিষয়ে শহিদুল আলম বলেন, “এটি আমার পৈতৃক জমি। আইন অনুযায়ী আমি মালিক। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীরা জোরপূর্বক ঘর নির্মাণ করেছে।”

অন্যদিকে, সরোয়ার জান মিয়া দাবি করেন, তিনি ৯৩১ দাগভুক্ত নিজস্ব জমিতে ঘর নির্মাণ করছেন এবং বাদীর দাবি করা জমি ভিন্ন দাগে অবস্থিত (৯৩২)। তিনি আরও বলেন, “আমাদের নামে রেকর্ড ও দলিল রয়েছে। বাদী মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করছেন।”

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধে আদালতের নির্দেশনা উপেক্ষা করে কোনো কার্যক্রম পরিচালনা করা আইনত দণ্ডনীয়। বর্তমানে উভয় পক্ষই নিজ নিজ মালিকানা দাবি করে আদালতের দারস্থ হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow